জলমগ্ন ভিটায় তাদের ঈদ

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ও হাজারিগঞ্জ ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ ঈদ করছে জলমগ্ন ভিটায়।

আহাদ চৌধুরী তুহিন ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 02:27 PM
Updated : 28 July 2014, 02:27 PM

দুসপ্তাহ আগে গত পূর্ণিমার জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে প্লাবিত হয় পুরো মাদ্রাজ ইউনিয়ন ও আশপাশের ইউনিয়নগুলোর আংশিক এলাকা।

এখনো বহু ঘরবাড়ি ও ফসলি জমি জোয়ারের পানিতে ডুবে আছে। অনেক পরিবার ঘরের মধ্যে মাচা বেঁধে তার উপর রান্নাবান্না করছে।

এলাকাবাসী জানান, ১০টি বরফ কলসহ মাদ্রাজে শতাধিক দোকানপাট ও ঘরবাড়ি ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে।

চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল মিয়া জানান, এদের ঈদ আনন্দ তো দূরের কথা, সংসার নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, এখানে বেশিরভাগ জেলে। নদীতে ইলিশ পড়ছে না। প্রতিদিন প্রায় শূন্য জেলে ট্রলার ও নৌকা সামরাজ ঘাটে ফিরে আসছে। এতে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। মানবেতর জীবনযাপন করছে তারা।

চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জানান, ঈদ উপলক্ষে এসব দুর্গত মানুষের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। তবে ভিজিএফের ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

এই পর্যন্ত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় সংষদ সদস্য বন পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষ থেকে অর্থ সাহায্য ছাড়া আর কোনো সহায়তা মাদ্রাজের লোকজন পায়নি।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম জানান, আগামী নভেম্বর থেকে চরফ্যাশনের বিধ্বস্ত বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।