শিবচরে ৫ ডাকাতকে গণপিটুনি

মাদারীপুরের শিবচরে পাঁচ ডাকাতকে পিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 07:58 AM
Updated : 27 July 2014, 07:58 AM

রোববার ভোররাতে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে শিবচর থানার ওসি আব্দুস সাত্তার জানান, ভোরাতে কাঁঠালবাড়ি ইউনিয়নের মজিবর মুন্সির বাড়িতে প্রায় ২০/২৫ জন ডাকাত হানা দেয়।

ওসি বলেন, “বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী জেগে উঠে বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ৫ জন বাড়ির পাশে একটি ঝোঁপে আত্মগোপন করে। এলাকাবাসী পরে পাঁচজনকে ধরে পিটুনি দেয়।

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের হাতে পাঁচ ডাকাতকে তুলে দেয়া হয় বলে জানান তিনি।

আটক পাঁচ ডাকাত হলো- কাঁঠালবাড়ি ইউনিয়নের সুরুজ হাওলাদার (৩৫), জালাল খান (৪০), ভদ্রাসন ইউনিয়নের রোকন মুন্সী (২৯), জাজিরার সোনারদিয়া গ্রামের সমীর হোসেন (২৮) এবং শাহিন হাওলাদার (৩০)।

তাদের বিরুদ্ধে শিবচরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি সাত্তার।

তিনি বলেন, “সম্প্রতি শিবচরের চান্দেরচর বাজারে ডাকাতির ঘটনায়ও তারা জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে।”