জয়পুরহাটে ৪ হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলা থেকে ৩০ লাখের বেশি টাকাসহ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 06:37 PM
Updated : 25 July 2014, 06:37 PM

শুক্রবার রাতে ভুতগাড়ী এলাকা থেকে দুটি মোটর সাইকেলযোগে আসার সময় তাদের থামিয়ে গ্রেপ্তার করা হয় বলে জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার জানিয়েছেন।     

গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে তৌফিকুল ইসলাম লিটন (৪৮), কাহালু উপজেলার কলমা শিবা গ্রামের অভয় চন্দ্রের ছেলে হরিদাস চন্দ্র (৩৫), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামের খায়রুজ্জামানের ছেলে নয়ন হোসেন (৩০) ও একই জেলার কালাই উপজেলার সাঁতার গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুল হাই সিদ্দিক (৪৭)।

ওসি আব্দুর রশিদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃত হুন্ডি ব্যবসায়ীরা হুন্ডির টাকাগুলো ভারত সীমান্তবর্তী এলাকা হিলি থেকে দু’টি মোটর সাইকেলযোগে বগুড়া নিয়ে যাচ্ছিলো।

“গোপন সংবাদ পেয়ে পথে ভুতগাড়ী নামক স্থানে হুন্ডির থেকে শুক্রবার সন্ধ্যায় হুন্ডির ৩০ লাখ ১৮ হাজার টাকাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

এব্যাপারে রাত সাড়ে ১০টায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রশিদ।