‘কোস্ট গার্ড’ কেটেছে সুন্দরী গাছ

সুন্দরবন থেকে কাটা বেশকিছু সুন্দরী গাছ জব্দ করেছে পুলিশ ও বনবিভাগ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 03:10 PM
Updated : 25 July 2014, 03:10 PM

শুক্রবার শরণখোলা উপজেলা সদরের রাজৈর খেয়াঘাট এলাকায় এ অভিযানে ১৭টি সন্দরী গাছ জব্দ করা হয়।

স্থানীয়রা এ গাছগুলো কাটার জন্য কোস্ট গার্ড সদস্যদের দায়ী করলেও কোস্ট গার্ড কর্তৃপক্ষ  প্রাথমিকভাবে অস্বীকার করেছে।

শরণখোলা থানার ওসি কাজী আব্দুস ছালেক ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন আহমেদ বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে গোপন সংবাদ পেয়ে বনবিভাগ ও পুলিশের একটি যৌথদল রাজৈর খেয়াঘাট এলাকায় যায়।

সেখানে তারা ট্রলারসহ সুন্দরবন থেকে অবৈধভাবে কেটে আনা ১৭টি সুন্দরী গাছের টুকরা জব্দ করে। গাছগুলো ট্রলারযোগে শরণখোলার রাজৈর খেয়াঘাট এলাকার একটি স মিলে চেরাই করতে নিয়ে আসা হয়েছিল।

এই গাছগুলো কোস্ট গার্ডের বলে তাদের জানিয়েছেন স মিলের শ্রমিকরা।

গাছগুলো সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে রাখা হয় বলে তারা জানান।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. আমির হোসাইন চৌধুরী বলেন, “কোস্ট গার্ডের সাঁকো তৈরির কথা আমাকে জানানো হয়েছে। তবে ওই সাঁকো তৈরিতে সুন্দরবনের সুন্দরী কাঠ কাটার অনুমতি কাউকে দেয়া হয়নি।

“সুন্দরী কাঠ কাটার সঙ্গে কোস্ট গার্ড জড়িত থাকলে তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিষয়টি বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

মংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোনের কমান্ডার মেহেদী মাসুদ এবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোস্টগার্ডের সুন্দরবনের সুপতি স্টেশনে জাহাজে কর্মরত সদস্যদের জাহাজ থেকে ওঠানামার জন্য একটি সাঁকো তৈরির কাজ চলছে। এজন্য কাঠের প্রয়োজন। কিন্তু সেই প্রয়োজন মিটাতে কাউকে সুন্দরবনের গাছ কাটতে বলা হয়নি।

পুলিশের হাতে জব্দ হওয়া কাঠের সঙ্গে কোস্ট গার্ডের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।