পুরাতন বইয়ের দোকানে বিনামূল্যের বই

নীলফামারীর ডিমলা উপজেলায় একটি পুরাতন বইয়ের দোকান থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের এক হাজার ৮৪০টি বোর্ডের উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 02:04 PM
Updated : 25 July 2014, 02:04 PM

উপজেলা শহরের সুটিবাড়ি সড়কে বৃহস্পতিবার রাতে এ অভিযান চলাকালে ওই দেকানের মালিক ইয়ামিন ইসলামকে (৩৬) পুলিশ আটক করেছে।

শুক্রবার আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওই দোকানে অভিযান চলাকালে চলতি শিক্ষা বর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছয় বস্তা বোর্ডের পাঠ্যপুস্তক পাওয়া যায়।

এ সময় দোকান মালিক উপজেলার পূর্ব বালাগ্রামের জাহিদুল ইসলামের ছেলে ইয়ামিন ইসলামকে আটক করা হয়।

উদ্ধার করা বইগুলো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অথবা শিক্ষা দপ্তরের কোনো কর্মকর্তা ওই দোকানে বিক্রি করেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

ডিমলা থানার ওসি শওকত আলী জানান, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।