নূর হোসেনের সহযোগী আলীর স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 01:55 PM
Updated : 24 July 2014, 01:55 PM

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন।

সাখাওয়াত হোসেন বলেন, “দুপুরে কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে আলীকে আদালতে হাজির করা হয়। হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি।”

গত ১৯ জুলাই আলীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আউলিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ডে নেয় মামলার তদন্ত সংস্থা ডিবি।

আলী সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার আকবর আলীর ছেলে।

গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ জানিয়েছিল, আলী মোহাম্মদ ছিলেন নূর হোসেনের অবৈধ অর্থের ক্যাশিয়ার। এছাড়া নূর হোসেনের মাদক, পরিবহন চাঁদাবাজি, ফুটপাতে চাঁদাবাজি, খুন ও অপহরণসহ বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন তিনি।

সাত খুনের ঘটনার পর নূর হোসেনের সঙ্গে আলী মোহাম্মদও আত্মগোপনে যান। গত ১৪ জুন কলকাতার বাগুইআটির একটি বাসা থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ জজ আদালতের আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।