শীতলক্ষ্যায় ট্রলার ডুবি: ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির দ্বিতীয়বর্ষের ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 11:04 AM
Updated : 21 July 2014, 11:04 AM

সোমবার দুপুরে রাকিবুল হাসানের (২০) লাশ উদ্ধার করা হয়। এরআগে শনিবার ময়না রানী নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সোমবার দুপুরে শীতলক্ষ্যা নদীর শহরের নিতাইগঞ্জ কেরোসিন ঘাট এলাকায় রাকিবুলের লাশ ভেসে ওঠে।

লাশ ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গত শুক্রবার শীতলক্ষ্যা নদীতে সিটি ২৪ নামের কার্গো জাহাজের ধাক্কায় ৩০/৪০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়ে ট্রলারটি উদ্ধার করে।

তারা আড়াইঘণ্টা চেষ্টা চালানোর পর অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

পরদিন শনিবার রাকিবুলের বাবা তার ছেলে নিখোঁজ দাবি করে সদর মডেল থানায় একটি জিডি করেছিলেন।