বিকাশের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

পাবনায় অস্ত্রের ভয় দেখিয়ে এক বিকাশ এজেন্টের সাড়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 11:10 AM
Updated : 20 July 2014, 02:09 PM
রোববার বেলা আড়াইটার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়াতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈশ্বরদী উপজেলা বিকাশের এজেন্ট ইমরুল কায়েস সুমনের সেলস এজেন্ট (বিএসএ) সাইদুল ইসলাম রানা ও ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (টিএমআর) হুমায়ুন কবির জিহাদ সংগৃহীত সাড়ে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আটঘরিয়া থেকে ঈশ্বরদী অফিসে ফিরছিলেন।

পথে দাশুড়িয়া এলাকায় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়।

ওসি বলেন, এ ব্যাপারে বিকাশ এজেন্ট সুমন ঈশ্বরদীর রুপপুর এলাকার সাহান ও আসাদের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার পরপরই পুলিশ উপজেলার সাহাপুর থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করলে কাউকে গ্রেপ্তার বা টাকা উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে ইমরুল কায়েস সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো কাউকে চিনতে পারি নাই। তবে আমাদের কর্মীরা দুজনকে চিনতে পারায় তাৎক্ষণিকভাবে  তাদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছি।”