প্রচণ্ড ঢেউয়ে মাওয়ায় ৭ ফেরি বন্ধ

পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে সাতটি ডাম্প ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 10:51 AM
Updated : 20 July 2014, 11:14 AM

রোববার দুপুর থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে ডাম্প ফেরি বন্ধ করে দেয়া হয় বলে বিআইডব্লিউটিসি জানায়।

মাওয়া বিআইডব্লিউটিসি অফিসের ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, সকাল থেকেই পদ্মায় প্রচণ্ড ঢেউ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢেউয়ের মাত্রা বাড়তে থাকে। এতে ডাম্প ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দুপুর সোয়া ১টা থেকে এগুলো বন্ধ করে দেয়া হয়।

মোট ১৭টি ফেরির মধ্যে সাতটি ডাম্প ফেরি জানিয়ে তিনি বলেন, ঢেউয়ের কারণে এই ফেরি বন্ধ করে দেওয়ায় এখন ১০টি ফেরি দিয়ে পারাপার চলছে।

পারাপারের অপেক্ষায় তেমন কোনো গাড়ি না থাকায় আপাতত সমস্যা হচ্ছে না বলে দাবি করেছেন তিনি।

তবে এ অবস্থা চলতে থাকলে আসন্ন ঈদে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা।