জন্মদিনে বর্ণিল ঢাকা বিশ্ববিদ্যালয়

বর্ণিল নানা আয়োজনে পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2014, 06:15 AM
Updated : 1 July 2014, 06:15 AM

মঙ্গলবার সকালে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেলুন উড়িয়ে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন।

নয় দশক আগে ১৯২১ সালের ১ জুলাই তিনটি আবাসিক হল এবং তিনটি অনুষদের অধীনে ১২টি বিভাগে ৬০ জন শিক্ষক ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে 'প্রাচ্যের অক্সফোর্ড' খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ।

এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে ‘অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উচ্চশিক্ষা’।

দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কলা ভবন, কার্জন হল, বাণিজ্য অনুষদসহ বিভিন্ন স্থাপনা ও ভবনে আলোকসজ্জা করা হয়েছে।

রোভার স্কাউটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সহযোগিতায় ক্যাম্পাসে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে শিক্ষার্থীরা শোভাযাত্রা নিয়ে মল চত্বরে জমায়েত হন।সেখানে দিবসের কর্মসূচি উদ্বোধনের পর শোভাযাত্রা যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)।

টিএসসি মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা ও স্মৃতিচারণ পর্ব শুরু হয়। প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতি বিতর্ক, বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগে গবেষণা প্রদর্শনী, চারুকলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিল্পকর্ম প্রদর্শনী, মল চত্বরে ভূমিকম্প মহড়া, নাটমণ্ডলে হ্যামলেট নাটকের প্রদর্শনী ইত্যাদি।