চট্টগ্রামে দেয়াল ধসে নির্মাণশ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে টানা বর্ষণের মধ্যে ঘরের ভেতরে দেয়ালচাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2014, 03:44 AM
Updated : 21 June 2014, 03:51 AM

তাৎক্ষণিকভাবে নিহত আসলামের (৩০) বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার গভীর রাতে পাঁচলাইশ থানার রহমান নগরের এই দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশনের উপ সহকারী পরিচালক জসিমউদ্দিন।

আহতরা হলেন- মামুন (২৮) ও হেফাজুল ইসলাম (৩০)।  হতাহতরা সবাই নির্মাণশ্রমিক।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদিনের টানা বৃষ্টিপাতের মধ্যে শুক্রবার রাত ৩টার দিকে রহমান নগরের হিলভিউ আবাসিক এলাকায় বাইতুল জান্নাত জামে মসজিদের পাশের একটি কাঁচা বসতঘরের উপর সীমানা দেয়াল ধসে পরলে ওই ঘরে ঘুমন্ত তিন নির্মাণশ্রমিক আহত হন।  তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত ওই তিনজনকে হাসাপাতালে আনার পর ভোর ৬টার দিকে আসলামের মৃত্যু হয়।

আহত বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান বাশার।

চট্টগ্রাম নগরীতে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির মধ্যে শুক্রবার দেয়াল ধসে আহত হন আরো তিনজন।  ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় সারাদিন চলাচলসহ সার্বিক নগরজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়।

আবহাওয়া অফিসের হিসাবে, শুক্রবার সকাল নয়টা পর্যন্ত বন্দরনগরী ও এর আশেপাশের এলাকায় ৩২৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।