চট্টগ্রামে গৃহকর্মী হত্যার অভিযোগে প্রকৌশলী গ্রেপ্তার

গৃহকর্মীকে হত্যার অভিযোগে চট্টগ্রামে গণপূর্ত অধিদপ্তরের এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 10:35 AM
Updated : 24 April 2014, 10:35 AM

গ্রেপ্তার দিলরুবা চৌধুরী অধিদপ্তরের চট্টগ্রামের সার্কেল-১ (ডিভিশন-১) উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যেমে কারগারে পাঠানো হয়েছে।

গত ৪ এপ্রিল রহমতগঞ্জ সিঅ্যান্ডবি কলোনিতে প্রকৌশলী দিলরুবার বাসা থেকে গৃহকর্মী মো. জাহেদের (১২) লাশ উদ্ধার করে পুলিশ।

প্রকৌশলীর পরিবারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, বাসার বারান্দায় ফাঁসিতে ঝুলে জাহেদ আত্মহত্যা করেছে।

তবে পুলিশের সন্দেহ হওয়ায় প্রকৌশলীর স্বামী নওশাদ জামানকে গ্রেপ্তার করে। ময়না তদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেছে বলে বলে জানান কোতোয়ালি থানার এসআই  ইমাম হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম থেকে আমরা বিষয়টিকে সন্দেহের চোখে নিয়েছিলাম। বুধবার ময়নাতদন্ত প্রতিবেদনে জাহেদকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে ডাক্তাররা জানান।”

এরপর প্রকৌশলী দিলরুবাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এসআই ইমাম বলেন, ঘটনার পর পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করলেও তা হত্যা মামলায় রূপান্তরের জন্য আদালতে আবেদন করা হয়েছে।