গাজীপুর থেকে রানা প্লাজার পথে শ্রমিকরা, ৩৮ কারখানায় ছুটি

সাভারের রানা প্লাজায় সমাবেশ অভিমুখে শ্রমিকরা পদযাত্রা শুরু করায় গাজীপুরের টঙ্গী ও কোনাবাড়ি এলাকার ৩৮টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 10:12 AM
Updated : 24 April 2014, 10:39 AM

বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে গাজীপুর থেকে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন আয়োজিত পদযাত্রায় যোগ দেন। বিকাল ৫টায় ধসে পড়া রানা প্লাজার সামনে শ্রমিক সমাবেশ রয়েছে।

গাজীপুরে কাশিমপুর, কোনাবাড়ি, জামগড়া-বাইপাইল হয়ে রানা প্লাজার সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় পথসভাও করছেন তারা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, রানা প্লাজায় শ্রমিক সমাবেশে অংশ নিতে পদযাত্রায় যোগ দিতে সকাল ৯টার দিকে সাতাইশ এলাকার মাস্কো টেক্স, ভিয়েলাটেক্স, ডালাস  ফ্যাশনসহ  ৩৫টির মতো কারখানার শ্রমিকরা কর্মবিরতি করে মিছিল যোগ দেয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে। একই কারণে কোনাবাড়ি এলাকায় আরো তিনটি পোশাক কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।