চুয়াডাঙ্গায় গরমে অসুস্থ ১৩ স্কুলছাত্রী

প্রচণ্ড তাপদাহে চুয়াডাঙ্গার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রী অসুস্থ হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তারা সুস্থ হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 10:06 AM
Updated : 23 April 2014, 10:06 AM
বুধবার সকাল ৯টায় ক্লাস শুরুর কিছুক্ষণ পর দশম শ্রেণির এ ছাত্রীরা অসুস্থ হয়। এরপরই এক দিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসুস্থরা হলো আঁখিতারা, অথৈই, পপি, শারমিন সুলতানা, সান্তনা, জান্নাতুল ফেরদৌস, জুঁই, সৌদিয়া ইসলাম, ছুম্মা আক্তার, আলফা আঁখি, রুমি, ইতি ও কথা। 

তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে সহকারী প্রধান শিক্ষিকা বলেন, প্রচণ্ড গরমে ছাত্রীরা অসুস্থ হয়েছিল। এখন ভালো আছে, ভয়ের কিছু নেই।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টায় জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।