চুয়াডাঙ্গায় ‘সৎ বাবার হাতে’ শিশু খুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক শিশুকে হত্যার অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 09:54 AM
Updated : 23 April 2014, 09:54 AM

বুধবার উপজেলার জয়রামপুর গ্রামের একটি পুকুর থেকে হেলেনার (৪) লাশ উদ্ধার করা হয়। হেলেনা যশোরের মনিরামপুর উপজেলার হেলাল উদ্দিনের মেয়ে।

এ ঘটনায় হেলেনার মা হাজেরা খাতুন দামুড়হুদা থানায় তার দ্বিতীয় স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, জয়রামপুর গ্রামের বাগান পাড়ার হাজেরা খাতুনের সঙ্গে হেলাল উদ্দিনে দেড় বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান হেলেনা।

এরপর কুষ্টিয়ার পাচুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ের পর মেয়ে ও স্বামীসহ হাজেরা বাবার বাড়িতেই থাকতেন।

ওসি বলেন, জাহাঙ্গীর প্রায়ই হেলেনাকে অন্য কারো কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলত। হাজেরা তাতে রাজি না হওয়ায় এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

মামলার বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে হেলেনাকে নিয়ে বাড়ি থেকে চলে যায় জাহাঙ্গীর। রাতে আশপাশে খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।

বুধবার সকাল ৬টার দিকে গ্রামের তালপুকুরে জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে হেলেনার মৃতদেহ উঠে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরো জানান, এ ব্যাপারে হাজেরা বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক।