সেলিনা হোসেন শিশু একাডেমির চেয়ারম্যান

একুশে পদক পাওয়া কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 09:22 AM
Updated : 23 April 2014, 09:22 AM

অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে দুই বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়।

সেলিনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ড. মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, রবীন্দ্রস্মৃতি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ আব্দুল আহাদ প্রায় এক বছর ধরে শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

বাংলা একাডেমির সাবেক পরিচালক সেলিনা হোসেন তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

সেলিনা হোসেনের জন্ম ১৯৪৭ সালে। একাধারে তিনি লিখেছেন ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশুদের জন্য গল্প।

১৯৭২ সালে তার প্রথম উপন্যাস জলোচ্ছ্বাস বের হয়। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ১৯৮০ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি, ২০০৮ সালে পান একুশে পদক।

২০১০ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি-লিট উপাধিতে ভূষিত করে। তিনি ফারিয়া লারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।