সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

সাতক্ষীরার দত্তপাড়ায় গ্রেপ্তার অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদেরকে ছিনতাইকারী দলের সদস্য বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 06:16 AM
Updated : 23 April 2014, 06:16 AM

গুলিবিদ্ধ দুইজনের নামই রুবেল। এদের মধ্যে বড় রুবেলের (৩৫) বাড়ি সদর উপজেলার রসুলপুর এবং ছোট রুবেলের (২৫) লাবসা গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে সদর উপজেলার পরানদহা দত্তপাড়া এলাকায় ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসীরা। তাদের প্রতিহত করতে পুলিশ দশ রাউন্ড গুলি ছোড়ে।

“এ সময় দুই পক্ষের সংঘর্ষে বড় রুবেল ও ছোট রুবেল নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।” 

তিনি জানান, একই সময়ে আহত হন পুলিশ কনস্টেবল আব্দুল আলিম। গুলিবিদ্ধ ছিনতাইকারীদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একাধিক মামলা রয়েছে।

তবে দুই রুবেলের স্বজনরা অভিযোগ করেছেন, তাদেরকে গ্রেপ্তার করে আনার পর গুলি করা হয়।