সিলেটে বিজিবির মাদক বিরোধী অভিযানকালে ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্তে মাদক বিক্রেতার বাড়িতে অভিযানের সময় বিজিবির সঙ্গে ‘চোরাকারবারি পক্ষের’ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 10:56 AM
Updated : 22 April 2014, 11:20 AM

মঙ্গলবার দুপুরে গজুকাটা গ্রামে এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রেজাউল করিম জানান, দুপুরে ভারতীয় মাদক পাচারকালে জাহাঙ্গীর নামে এক মাদক চোরাকারবারিকে আটক করার চেষ্টা করে বিজিবি।

“এ সময় সে দৌঁড়ে ভারতে চলে যায়।”

ওই মাদক বিক্রেতার ভাই জাকিরকে আটক করলে তিনি বিজিবিকে জানায় দুভাগ ইউনিয়েনের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আফতাব উদ্দিনের বাড়িতে মাদকদ্রব্য রয়েছে।

এ  খবরে বিজিবি সেখানে অভিযান চালায়।

তিনি বলেন, “বিজিবির অভিযানে বাধা দেয় আফতাবের পক্ষের লোকজন।

“তারা বিজিবিকে ইট-পাটকেল ছোড়ে।”

এ সময় এলাকাবাসীর সাথে বিজিবির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে আফতাব ও তার ভাই হানু ভারতে পালিয়ে যাবার চেষ্টা করলে বিএসএফের সহায়তার তাদের আটক করা হয়।

এরা দীর্ঘদিন থেকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে মাদক চোরাচালানের মামলাও রয়েছে বলে জানান লেফটেনেন্ট কর্নেল রেজাউল করিম।