‘জামাতার হাতে’ শাশুড়ি খুন

মানিকগঞ্জ সদর উপজেলায় মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে তার শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 01:12 PM
Updated : 21 April 2014, 02:55 PM

উপজেলার গিলন্ড গ্রামে শনিবার রাতে হামলায় আহত হন একই গ্রামের আবুল কালামের স্ত্রী নাজমা বেগম(৪৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাতে তার মৃত্যু হয়।

বানিয়াজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কে এম হাসান বুলবুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর থেকে নিহত নাজমার জামাতা রোমান মিয়া (২০) পলাতক রয়েছেন। রোমান চর বেউথা গ্রামের শরীফ উদ্দিনে ছেলে। তিনি মাদকাসক্ত বলে তার পরিবার দাবি করছে।

নিহতের পরিবারকে উদ্ধৃত করে এসআই জানান, এক বছর আগে পরিবারেরকে না জানিয়ে বিয়ে করেছিলেন নাজমার মেয়ে ঊর্মি আক্তার (১৮) ও রোমান।

বিয়ের পর থেকেই মাদকাসক্ত রোমান নগদ টাকাসহ মোটরসাইকেল যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুক না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঊর্মিকে প্রায়ই নির্যাতন করত।

এসআই আরো জানান, কয়েকবার সালিশের চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় দুই মাস আগে বাবার বাড়ি চলে আসেন ঊর্মি। কিছুদিন পর একতরফা তালাকের নোটিশও পাঠান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই হাসান বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাদকাসক্ত অবস্থায় রোমান একটি ছোরা নিয়ে ঊর্মিদের বাসায় ঢুকে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।

এক পর্যায়ে ঊর্মিকে না পেয়ে শাশুড়ির পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

গুরুতর অবস্থায় নাজমা বেগমকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।