আদালতে এবি সিদ্দিকের গাড়িচালকের জবানবন্দি

আদালতে জবানবন্দি দিয়েছেন এবি সিদ্দিকের গাড়িচালক রিপন মিয়া। গত বুধবার অপহরণের প্রত্যক্ষদর্শী তিনি। 

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 07:38 PM
Updated : 20 April 2014, 07:38 PM

রিপন মিয়া রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলামের কাছে জবানবন্দিতে অপহরণের সময়ের ঘটনাবলি তুলে ধরেন।

পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার উচ্চপদস্থ কর্মকর্তা এবি সিদ্দিককে সড়ক থেকে তুলে নেয়া হয়েছিল।

সেদিন তার গাড়িটি চালাচ্ছিলেন রিপন মিয়া। তিনি সেদিন বলেছিলেন, নীল রঙের একটি মাইক্রোবাস তাদের প্রাইভেট কারকে ধাক্কা দিলে গাড়ি থামিয়ে তিনি ও এবি সিদ্দিক নেমেছিলেন।

তখন তার চোখে ঝাঁঝালো কিছু ছিটিয়ে এবি সিদ্দিককে ধরে নিয়ে যাওয়া হয় বলে রিপন সাংবাদিকদের বলেন।

বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর এলাকায় ছাড়া পান এবি সিদ্দিক। পরে একটি সিএনজি অটোরিকশায় চেপে বাড়ি ফেরার পথে পুলিশের দেখা পান তিনি। 

রিপন মিয়ার আগে শনিবার আদালতে জবানবন্দি দেন অটো রিকশাচালক হাফিজুর রহমান। মুক্তি পাওয়ার পরদিনই জবানবন্দি দিয়েছিলেন এবি সিদ্দিক।  

কারা অপহরণ করেছিল, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এবি সিদ্দিক। পুলিশও এতে জড়িত কাউকে আটক করতে পারেনি।

এই রহস্য উদঘাটনে ডিএমপি এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ দুটি তদন্ত কমিটি গঠন করেছে।