‘যৌতুক না পেয়ে স্ত্রীকে হাতুড়িপেটা’

যৌতুক  না পেয়ে মাগুরার শালিখা উপজেলায় এক গৃহবধূকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 02:34 PM
Updated : 20 April 2014, 02:34 PM

ধনেশ্বরগাতি গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। রোববার আহত পুষ্প রানীকে (২৫) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোকসেদুল মোমিন জানান, হাতুড়ির আঘাতে পুষ্প রানীর চোখসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে।

দ্রুত উন্নত চিকিৎসা না করালে তার বাম চোখ নষ্ট হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তিনি বিষয়টি জেনেছেন। পুষ্প সুস্থ হওয়ার পর মামলা করবেন।

ঘটনার পর থেকেই রমেন ও তার মা বাগানি বিশ্বাস পলাতক বলে জানান ওসি।

পাঁচ বছর আগে শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামের বিমল বিশ্বাসের ছেলে রমেন বিশ্বাসের সঙ্গে পুষ্পর বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটি কন্যাসন্তান আছে।

পুষ্পর বাবা নিতাই সরকার জানান, শনিবার রাতে পুষ্পর শাশুড়ি বাগানি বিশ্বাসের সহযোগিতায় পুষ্পকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে রমেন।

প্রতিবেশীদের সহযোগিতায় পুষ্প বাবার বাড়ি পালিয়ে আসে। রোববার তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিতাই সরকারের অভিযোগ, বিয়ের সময় যৌতুক দিলেও অনেক দিন ধরেই নতুন করে যৌতুকের জন্য জামাই তার মেয়ের উপর নির্যাতন করে আসছে।