বড়পুকুরিয়ায় দুর্ঘটনায় শ্রমিক আহত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে রোববার লিফটের ফিতায় পা জড়িয়ে এক শ্রমিকের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 10:40 AM
Updated : 20 April 2014, 10:40 AM

এদিকে, নতুন ‘জনবল কাঠামোতে’ আগের শ্রমিকদেরই বহাল রাখার দাবিতে কর্তৃপক্ষের কাছে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে শ্রমিকরা।

খনির জিএম (এ্যাডমিন) সিরাজুল ইসলাম জানিয়েছেন, আহত আনোয়ার হোসেনকে (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ার খনির ভেন্টিলেশন শাখার শ্রমিক। তার বাড়ি পার্বতীপুর উপজেলার দধিপুকুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খনি শ্রমিক ইউনিয়নের সাধারন সভাপতি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে খনির ভেতরে কাজ করার সময় অসাবধানতা বশত লিফটের ফিতায় আনোয়ারের ডান পা জড়িয়ে তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।

পুরনো শ্রমিকদের বহাল রাখার দাবি

খনিতে নতুন ‘জনবল কাঠামোতে’ আগের শ্রমিকদেরই বহাল রাখার দাবিতে সকালে খনি গেটে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।

দুপুরে শ্রমিক নেতা ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানতে পেরেছি খনি কর্তৃপক্ষ ৭৩৮ জনের নতুন জনবল কাঠামো করেছে। আমরা আগের দুই হাজার ৬৭৪ জন শ্রমিককে এই কাঠামোতে রাখার দাবি জানিয়েছি।”

আল্টিমেটামের বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিতভাবে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন সভাপতি ওয়াজেদ আলী।

দাবি আদায় না হলে খনির কাজ বন্ধ করে দেয়ার হুমকি দেন তিনি।

এ ব্যাপারে খনির ব্যবস্থাপনা পরিচালক আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খনির উন্নয়ন ও স্বার্থে পরিবর্তন আসতেই পারে।

আল্টিমেটাম বিষয়ে তিনি বলেন, “এসব শ্রমিক চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসির। তাদের কোনো দাবিদাওয়া থাকলে তারা সিএমসির কাছে জানাবে। আমাদের কাছে তা জানানোর কোনো যৌক্তিকতা নেই।”