চট্টগ্রামে পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন-অভিযোজন’ বিষয়ে চট্টগ্রামে সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 10:24 AM
Updated : 20 April 2014, 10:24 AM

রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে পিআইবির উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, মহাপরিচালকের একান্ত সচিব শেখ সাইফুদ্দিন মিন্টু, সিডিএমসির অ্যাডভোকেসি ও কমিউনিকেশন অফিসার তারিকুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস।

প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গোলাম ইফতেখার মাহমুদ।

এছাড়া ‘দুযোর্গ ঝুঁকি মোকাবেলায় আর্ন্তজাতিক উদ্যোগসমূহ’ এবং স্টেক হোল্ডারদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।