ফেনীতে যুবককে পিটিয়ে হত্যা, অবরোধে মহাসড়কে যানজট

ফেনীর ছাগলনাইয়ায় এক যুবককে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করার পর বিক্ষুব্ধ এলাকাবাসীর অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 05:58 PM
Updated : 19 April 2014, 05:58 PM

শনিবার বিকাল ৫টার দিকে ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের দৌলতপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় শাহিনুল ইসলাম সুমনকে (২৫) পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

গুরুতর অবস্থায় শাহিনুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অসীম কুমার জানান, শাহিনুল মারা গেছেন।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহিন জানান, ওই যুবকের মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী রাত সাড়ে ১০টার দিকে ফাঁড়ির কাছে ঢাকা- ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের সংযোগস্থলে মহাসড়কে অবরোধ করে।

একঘণ্টা পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে সরালে যান চলাচল শুরু হয় বলে জানান তিনি।

তবে দেশের ব্যস্ততম এই মহাসড়কে এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় প্রায় তিন কিলোমিটার যান জট লেগেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

নিহত শাহিনুল উপজেলার দৌলতপুরের রাজপাড়া এলাকার লকিয়ত উল্লাহর ছেলে।