রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা

রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 01:08 PM
Updated : 19 April 2014, 01:08 PM

শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আজ থেকে এ কলেজের নাম এএইচএম কামারুজ্জামান মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হলো।”   

ডা. কায়সার মেমোরিয়াল অডিটরিয়ামে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে মন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

ওই সময় নাসিম চিকিৎসকদের উদ্দেশে বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দলবাজি করা চলবে না। আপনারা সেবার ব্রত নিয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করুন, সরকার আপনাদের সম্ভাব্য সব ধরনের সুযোগ-সুবিধা দেবে।  

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আকতার জাহান, আয়েন উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মীর আবু রায়হান প্রমুখ।