রাবিতে এবার গ্রীষ্মের ছুটি ১০ দিন

শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 11:56 AM
Updated : 17 April 2014, 11:56 AM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন জানান, বিশ্ববিদ্যালয়ে এ বছর গ্রীষ্মকালীন ছুটি থাকবে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত।     

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে এই ছুটি ১০মে থেকে ১০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। সেখান থেকে বিশ দিন কমানো হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন, ছাত্র আন্দোলন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ হত্যাকাণ্ডের ঘটনায় অস্থিতিশীল থাকায় চলতি বছর এ বিশ্ববিদ্যালয়ে ৩২ দিন শিক্ষা কার্যক্রম চালু থাকে।

প্রক্টর তারিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব কিছু বিবেচনা করে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামি ১ জুন থেকে ক্লাস-পরীক্ষা ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।”

তবে গ্রীষ্মকালীন ছুটিতে হল খোলা রাখা হবে বলে জানিয়েছেন এই শিক্ষক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর ১৯৫ দিন কার্যদিবসের মধ্যে ক্লাস-পরীক্ষা হয়েছে ১১৩ দিন।