এক যুগ আগের মামলায় জামিন নিলেন মহিউদ্দিন

এক যুগ আগের একটি মামলায় চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে ২০ হাজার টাকার মুচলেকায় জামিন নিয়েছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 09:50 AM
Updated : 16 April 2014, 09:50 AM

মহিউদ্দিনের আইনজীবী রণি কুমার দে জানান, চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমান বুধবার জামিনের এ আদেশ দেন।

ফাইল ছবি

নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি মামলাটি করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো, চট্টগ্রাম জেলার পরিচালক শামসুল ইসলাম।

তার বিরুদ্ধে মেয়র থাকাকালীন নগরীর মুরাদপুরে বাস টার্মিনাল এলাকায় ক্ষমতার অপব্যবহার করে দোকান বরাদ্দ দেয়ার অভিযোগ আনা হয় মামলাটিতে।

রণি কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিউদ্দিন চৌধুরী ওই সময়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। পরে মামলাটির ওপর স্থগিতাদেশ থাকায় এর বিচারকাজ বন্ধ থাকে।

সম্প্রতি স্থগিতাদেশ প্রত্যাহারের পর মামলাটি নিষ্পত্তির জন্য নিম্ন আদালতে পাঠানো হয়। বুধবার ধার্য তারিখেই আত্মসমর্পণ করে জামিন নেন মহিউদ্দিন।