চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চালক-মালিকদের স্মারকলিপি

ব্যাটারিচালিত রিকশার মালিকানা লাইসেন্স দয়োসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামের ব্যাটারিচালিত রিকশা চালক-মালিকদের সংগঠন ‘চালক-মালিক সংগ্রাম ঐক্য পরিষদ’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 09:20 AM
Updated : 16 April 2014, 09:20 AM

বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন শেষে চট্টগ্রাম সিটি মেয়র ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেয় সংগঠনটি ।

চালক-মালিক সংগ্রাম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এমএ কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলনে, “উচ্চ আদালতের স্থিতাদেশ থাকার পরও অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নামে নানাভাবে তাদের ‘হয়রানি’ করা হচ্ছে।”

তিনি জানান, হয়রানি বন্ধের দাবিতে সাত দফা দাবি সম্বলিত এ স্মারকলিপি দেয়া হয়েছে।

এসব দাবির মধ্যে রয়েছে- ব্যাটারিচালিত রিকশা মালিকদের মালিকানা লাইসেন্স প্রদান, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নামে ‘হয়রানি’ বন্ধ, ব্যাটরিচালিত রিকশা গ্যারেজে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ মিটার প্রদান, রিকশা চালকদের বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান, রিকশা চুরি রোধ যানজট নিরসনে নিবন্ধন বিহীন সিএনজি অটো রিকশা ও টেম্পু উচ্ছেদ করা ইত্যাদি।

এদিকে বন্দর নগরীতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের দাবিতে বিভিন্ন সময়ে প্যাডেলচালিত রিকশা ও সিএনজি অটো রিকশা, টেম্পু চালক মালিক সমিতি বিভিন্ন সময়ে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল।