জয়পুরহাটে হিন্দুবাড়িতে আগুন

জয়পুরহাট সদরে মঙ্গলবার রাতে একটি হিন্দুবাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2014, 10:27 AM
Updated : 8 Jan 2014, 10:37 AM

একই রাতে পাঁচবিবি উপজেলায়ও এক সংখ্যালঘু পরিবারের খড়ের গাদায় আগুন দেয়া হয়।

এ সময় খড়ের গাড়ায় আগুন নেভাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা জানান।

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার হামিদুল আলম, জয়পুরহাট র‌্যাব কমান্ডার মেজর সাইফুল হক খান, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিমসহ স্থানীয় সাংবাদিকরা।

সরেজমিন পরিদর্শনকালে সদর উপজেলার শ্যামপুর গ্রামের সুকুমার কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১২টা/সাড়ে ১২টার দিকে তাদের দুটি মাটির ঘরের চালায় আগুন ধরে।

এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। আগুন নিভলেও দমকলের পানিতে ভিজে মাটির দেয়াল ধসে ঘর দুটি সম্পূর্ণ পড়ে গেছে।

তবে কে বা কারা আগুন দিয়েছে তা বলতে পারেননি সুকুমার।

অপর ঘটনাটি ঘটে পাঁচবিবি উপজেলায়র সোনাকুল গ্রামে। এখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুজেন দাশ (৬০)।

সুজেনের বড়ভাই জিতেন্দ্র চন্দ্র দাসসহ পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তারা বাড়ির বাইরে আসেন। বাইরে গিয়ে একটি বড় খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন।

পরে গ্রামবাসীর সহায়তায় পাঁচবিবি থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

একই গ্রামের কিরণ চন্দ্র দাস,  বকুল চন্দ্র দাসসহ কয়েকজন জানান, পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে।

এ ব্যাপারে জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, শ্যামপুরের অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে হতে পারে। তারপরও তদন্ত করে দেখা হচ্ছে।

এছাড়া সোনাকুল গ্রামের খড়েরর গাদায় আগুন জ্বলন্ত ছাই থেকে হতে পারে কিংবা পূর্ব শত্রুতা বশতঃ কেউ দিতে পারে।  

তিনি আরো বলেন, এরপরউ ঘটনাগুলো তদন্ত হবে। কোনো দুস্কৃতকারী এ সব অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৮ ঘ.