‘সাভার ট্র্যাজেডি আরেক মানবতা বিরোধী অপরাধ’

সাভার ট্র্যাজেডিকে আরেক ধরনের ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

মুন্সীগঞ্জ,প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2013, 10:15 AM
Updated : 25 April 2013, 10:16 AM

ঘটনার জন্য দায়ীদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা উচিৎ বলেও মত দেন তিনি।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর এপ্রোচ রোড পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।

মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় পাঁচটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়।

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ওই ঘটনার পর সাভারে ৩০ ঘণ্টার উদ্ধার অভিযানে দেড় হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, বিষয়টি পরিস্কার যে, ছয় তলা ভবনের অনুমতি নিয়ে তা নয় তলা পর্যন্ত করা হয়েছে। নড়বড়ে খড়কুটা আর ভিজে মাটির উপর ভবনটি নির্মাণ করা হয়েছে।

“ফাটল ধরা বিল্ডিংয়ে গার্মেন্ট কর্মীদের জোর করে কাজ করিয়ে আর এক ধরণের মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে। তাই এ ঘটনার জন্য প্রলম্বিত তদন্ত না করে দ্রুত বিচার ট্রাইবুনালে এর বিচার করা উচিৎ।”

পরে মন্ত্রী লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের পদ্মা সেতু পূনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মো মাসুদ, পদ্মা সেতু প্রক্লল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলামসহ অন্যান্যরা।