জগন্নাথ ক্যাম্পাসে পচা সিঙ্গাড়া বিক্রিতে ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি খাবারের দোকানে পচা সিঙ্গাড়া বিক্রিতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 01:54 PM
Updated : 17 Sept 2017, 01:54 PM

কলাভবনের পাশে ‘রেভেনাস প্লাস’ নামের একটি দোকানে রোববার সকালে ওই সিঙ্গাড়া পাওয়া যায়।  

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদেক আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে নাস্তা করতে এসে সিঙ্গাড়া মুখে দিতেই দুর্গন্ধে মুখ বন্ধ হয়ে আসছিল। দোকানের কর্মচারীদের বললে তারা উল্টো তর্ক শুরু করে।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাসেল বলেন, “আমাদের হল নেই, সাধারণত সকালে ক্যাম্পাসে এসে নাস্তা করি। তার মধ্যে এ ধরনের বাসী পচা খাবারে আমাদের কী অবস্থা হতে পারে?”

ওই দোকানের কর্মচারী আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত রাতেই সিঙ্গাড়ার জন্য আলু ভাজি করে রাখি। কিন্তু কে যেন ভাজি নাড়াচাড়া করেছে, তাই এমন হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে ভাড়া নিয়ে পরিচালিত ওই দোকানের মালিক হিমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জানি না, জেনে আপনাকে জানাব।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনি একটু সময় দিন। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।”