পোপ ফ্রান্সিস ‘বাংলাদেশে আসছেন’

রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার পোপ ফ্রান্সিস এ বছরই বাংলাদেশ ও মিয়ানমার সফরে আসছেন বলে ভ্যাটিকান সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 07:59 PM
Updated : 23 August 2017, 08:18 PM

বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে ভ্যাটিকানের ওই সূত্র বলেছে, অগাস্টের শেষ দিকে পোপের এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

তিনি বলেছেন, নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুর দিকে পোপের এই সফর হবে। তবে তা অবশ্যই ক্রিসমাসের আগে হবে।

তবে ভ্যাটিকানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, পোপের এই সফরের বিষয়টি এখনও ‘আলোচনা-পর্যালোচনার’ পর্যায়ে রয়েছে।

রোহিঙ্গাদের অবস্থা জানতে বাংলাদেশ ও মিয়ানমার সফর করছেন ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল। তারা পোপের কাছে প্রতিবেদন দেবেন।

দীর্ঘদিন ধরে কয়েক লাখ রোহিঙ্গার ভার বহন করে আসছে বাংলাদেশ। এর মধ্যে গত বছরের শেষ দিকে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে নতুন করে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। এই দফায় ৫০ হাজারের বেশি মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে বলে সরকারের ভাষ্য।

সেনাবাহিনীর দমন অভিযানে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের খবর প্রকাশের পর গত ফেব্রুয়ারিতে এর কঠোর সমালোচনা করে বিবৃতি দেন পোপ। নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে চাওয়ায় তাদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলে বিবৃতিতে বলেন তিনি।