মিরপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 12:15 PM
Updated : 22 August 2017, 12:15 PM

নিহত কবির হোসেন (২১) উত্তর পীরেরবাগে মা ও ভাইকে নিয়ে থাকতেন। পোশাক কারখানায় চুক্তিভিত্তিক প্রিন্টিংয়ের কাজ করা কবিরের গ্রামের বাড়ি ভোলায়।

মঙ্গলবার ভোরে পীরেরবাগের আবুবক্কর গলিতে ছুরিকাঘাতে আহত হওয়ার পর কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান বলে জানিয়েছেন মিরপুর থানার এসআই মো. নাসির ‍উদ্দিন।

এদিকে কবিরের পূর্ব পরিচিতরাই তাকে ছুরি মারে বলে তার স্বজনদের অভিযোগ।

কবিরের ভগ্নিপতি মো. সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় প্রিন্টিংয়ের কাজ শেষে ভোরে পীরেরবাগের বাসায় ফিরছিল কবির। এসময় বাসার কাছেই আবুবক্কর গলিতে তিন থেকে চারজন তার পথরোধ করে পেটে ছুরি মেরে পালিয়ে যায়।

“তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্থানীয় রাজু, মনিরসহ আরও কয়েকজন তাকে ছুরি মারে বলে মৃত্যুর আগে তাদের জানিয়েছে কবির।”

দুই মাস আগে তাদের সঙ্গে কবিরের একবার ঝগড়া হয় জানিয়ে এই ঝগড়ার জের ধরেই তাকে খুন করা হয়েছে বলে ধারণার কথা বলেন সিদ্দিক।

এদিকে কবিরের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসআই নাসির ‍উদ্দিন বলেন, “যারা কবিরকে হত্যা করেছে তাদের পরিচয় পাওয়া গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।”