চিকুনগুনিয়া: ফোন পেলে রোগীর বাসায় যাবেন চিকিৎসক

চিকুনগুনিয়ায় আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে কল সেন্টার চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 06:26 PM
Updated : 20 July 2017, 06:31 PM

চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তি ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিৎসক এ সংক্রান্ত সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন। চিকিৎসা সেবা ছাড়াও ওষুধও দেওয়া হবে সিটি করপোরেশনের পক্ষ থেকে।

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ ঘোষণা দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের অধীনে ২৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি নগর মাতৃসদন কেন্দ্র এবং করপোরেশনের দুটি হাসপাতাল ও একটি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা দেওয়া হবে।

নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোর ঠিকানা ও মোবাইল নম্বর

অঞ্চল-৫, ডিএসসিসি, পার্টনারশিপ এলাকা-১ (পিএসটিসি)

নগর স্বাস্থ্য কেন্দ্র-১: ১৬০/১ পশ্চিম ধোলাইপাড়, যাত্রাবাড়ী   ০১৭২৪৪৬৬৮৭৩

নগর স্বাস্থ্য কেন্দ্র-২:    ১৫৪ দক্ষিণ যাত্রাবাড়ি, সুরুজনগর    ০১৯২৬৩০৮২০৭

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩: ওয়াসা রোড, নিউ জুরাইন                       ০১৯১৯৪৪৭৪০১

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪: শহীদনগর বালুরমাঠ, গেন্ডারিয়া         ০১৭৭৯৭২৬০৭৬

নগর স্বাস্থ্য কেন্দ্র ৫: করিমুল্লাহবাগ, পোস্তগোলা               ০১৮৫২৬৪২৪৬২

নগর স্বাস্থ্য কেন্দ্র-৬: কেশব ব্যানার্জী রোড, সূত্রাপুর           ০১৯২৪৭৯৪৫৪০

অঞ্চল-৪ পার্টনারশিপ এলাকা-২ (কেএমএসএস)

নগর স্বাস্থ্য কেন্দ্র-১: ৪৭ নলগোলা রাজবাড়ি, ইমামগঞ্জ               ০১৯১৭৫৩০৫৯১

নগর স্বাস্থ্য কেন্দ্র-২: মৌলভীবাজার কমিউনিটি সেন্টার, ১৫ বেচারাম দেউরি        ০১৯১১০৮৭৮০৫

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩: ২৬, মাজেদ সরদার রোড               ০১৭২৪৮১৬৩৬৭

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪: ২৫/১ আগা সাদেক রোড         ০১৭১৬৫১৫২৭৫

নগর স্বাস্থ্য কেন্দ্র-৫: ১১ হাজী মইনুদ্দীন রোড          ০১৮১৬০৫২১৮১

নগর স্বাস্থ্য কেন্দ্র-৬: ফরাশগঞ্জ           ০১৭২০৩২০৩১৭

অঞ্চল-৩, ডিএসসিসি, পার্টনারশিপ এলাকা-৩ (বাপ্সা)

নগর স্বাস্থ্য কেন্দ্র-১: হাজারীবাগ বড় মসজিদের পাশে,কালুনগর ০১৯৯৬৭৭৬৪৭১

নগর স্বাস্থ্য কেন্দ্র-২: আজিমপুর বটতলা কাঁচাবাজারের কাছে         ০১৭৪৬৮৩৬৫১৭

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩: শহীদনগর কমিউনিটি সেন্টার, লালবাগ ০১৭১৮৯৯০৭০৬

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪: বাবুবাজার বেড়িবাঁধের পাশে, শহীদনগর ০১৮১৫৫৭৫৮৮৬

নগর স্বাস্থ্য কেন্দ্র-৫: আলিয়া মাদ্রাসা, বকশীবাজার    ০১৯৫৯৬০৩৩২৯

নগর স্বাস্থ্য কেন্দ্র-৬: ইসলামবাগ, কাঁচাবাজার, লালবাগ  ০১৭৫৪১১৪৯৭৩

অঞ্চল-২, ডিএসসিসি, পার্টনারশিপ এলাকা-৪ (পিএসটিসি)

নগর স্বাস্থ্য কেন্দ্র-১: ১২২/২, আহমদবাগ       ০১৭১২৬৭১১২৬

নগর স্বাস্থ্যকেন্দ্র-২: উত্তর মুগদা ঝিলপাড়       ০১৬৭০৬৯৫৩৪৩

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩: ১৬৮ দক্ষিণ কমলাপুর     ০১৭২০২৮৮৬২৩

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪: ২২৯, ফকিরাপুল (গরম পানির গলি) ০১৯৭১৩০২৩৭৪

নগর স্বাস্থ্য কেন্দ্র-৫: ১৭, এজিবি কলোনি, মতিঝিল   ০১৭৮৩৯১৯৫৬৩

নগর স্বাস্থ্য কেন্দ্র-৬: বাগিচা, উত্তর শাহজাহানপুর  ০১৮১৪২৫০৪৮৫

অঞ্চল-২, ডিএসসিসি, পার্টনারশিপ এলাকা-৪ (পিএসটিসি)

নগর স্বাস্থ্য কেন্দ্র-১: ৩০৮/৩ এ তিলপাপাড়া, গোড়ান        ০১৯২২২৪১৬৬৫

নগর স্বাস্থ্য কেন্দ্র-২: ৩২৫ দক্ষিণ গোড়ান, খিলগাঁও    ০১৯১২৬৩৬৮৩১

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩: ৩৩/১ মেরাদিয়া মেইন রোড     ০১৯২২২৪১৬৬৫

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪: ৪৬২, নতুন গুলবাগ মসজিদ, মালিবাগ  ০১৭১২০৭৮৭০০