পার্বতীপুর, রাজশাহীমুখী বিশেষ ট্রেন চলা শুরু

ঈদ সামনে রেখে কমলাপুর স্টেশন থেকে নিয়মিত ট্রেনের সঙ্গে পার্বতীপুর ও রাজশাহীর পথে বিশেষ ট্রেন চলাচল বৃহস্পতিবার শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 09:12 AM
Updated : 22 June 2017, 09:12 AM

বিকাল ৫টা ২০মিনিটে পার্বতীপুর স্পেশাল ও রাত ৯টা ২৫ মিনিটে রাজশাহী স্পেশাল ছেড়ে যাবে বলে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দেশের বিভিন্ন গন্তব্যে দুপুর সোয়া ২টা পর্যন্ত মোট ২৯টি ট্রেন কমলাপুর ছেড়েছে।

“আন্তনগর, মেইল ও লোকাল এবং ঈদের বিশেষসহ মোট ৬৮টি ট্রেন আজ (বৃহস্পতিবার) ছেড়ে যাচ্ছে।এসব ট্রেনে প্রায় ৫০ হাজার আসন রয়েছে।”

এর বাইরে দাঁড়ানো যাত্রীসহ সব মিলে প্রতিদিন প্রায় ৭৫ হাজার মানুষ প্রতিদিন ট্রেনে করে রাজধানী ছাড়ছে বলে সিতাংশু চক্রবর্তী জানান।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় সব ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যায় বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রাজশাহী এক্সপ্রেস ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা ১০ মিনিট দেরিতে ছেড়েছে।

এছাড়া চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেস দুপুর ১টা পরিবর্তে ১টা ১০ মিনিটে এবং কিশোরগঞ্জমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ও খুলনার পথে সুন্দরবন এক্সপ্রেসও ১৫ মিনিট দেরিতে ছেড়েছে।

স্টেশন ম্যানেজার বলেন, রাজশাহী এক্সপ্রেস স্টেশনে আসতেই দেরি করেছে।

তবে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ায় স্টেশনে যাত্রীদের তেমন ভোগান্তির অভিযোগ নেই।

জয়ন্তীকা এক্সপ্রেসের যাত্রী মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেন ছাড়ার নির্ধারিত সময় দুপুর ১২টা। আমি ৩০ মিনিট আগেই স্টেশনে এসে পৌঁছেছি। এসে দেখি ট্রেন প্লাটফর্মে দাঁড়িয়ে আছে, তাই যেতে সমস্যা হবে না।”