শাবিতে ‘সিএসই কার্নিভাল’র নিবন্ধন শুরু

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী অগাস্টে অনুষ্ঠেয় দুদিনব্যাপী ‘সিএসই কার্নিভাল-২০১৭’র নিবন্ধন শুরু হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 04:45 PM
Updated : 21 June 2017, 04:45 PM

ষষ্টবারের মতো অনুষ্ঠেয় এই প্রযুক্তি উৎসবের আয়োজক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, আর স্পন্সর হিসেবে রয়েছে সফটওয়্যার প্রতিষ্ঠান আইপভিশিন কানাডা ইনকর্পোরেশেন।

আগামী আগস্টের ৪ ও ৫ তারিখে এ উৎসব শুরু হবে, যার অন্যতম মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ উৎসবের সমন্বয়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, মূলত পাচঁটি ইভেন্টে এবারের কার্নিভাল অনুষ্ঠিত হবে।ভিন্ন ভিন্ন সময়ে এসব ইভেন্টের রেজিস্ট্রেশনের সময় শেষ হবে।

ইভেন্টগুলো হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট, হ্যাকাথন, প্রোজেক্ট শোকেসিং, রোবোটিক্স কন্টেস্ট, এবং গেমিং কন্টেস্ট।

উৎসবের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

৫ আগস্ট উৎসবের শেষদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে বলে জানান সাইফুল ইসলাম।