ডিবি পরিচয়ে ডাকাতি চেষ্টা: গ্রেপ্তার ৮

গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যের মিথ্যা পরিচয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসা একটি চক্রের আট সদস্যকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 12:43 PM
Updated : 17 June 2017, 03:35 PM

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি, ছয়টি ‘ডিবি’ লেখা জ্যাকেট, হ্যান্ডকাপ এবং ওয়াকিটকি সেট উদ্ধার করা হয় বলে শনিবার র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, গোয়েন্দা পুলিশ পরিচয়ে এই চক্রের সদস্যরা একটি বাসায় ডাকাতি করবে এমন খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে র‌্যাব-২ এর একটি দল ধানমন্ডির মিরপুর রোডের পাশের সোবহানবাগে অভিযান চালায়। র্যা বের দলটি সেখান থেকে একটি মাইক্রোবাসসহ আটজনকে গ্রেপ্তার করে।

এরা হলেন জুয়েল হোসেন ওরফে জুয়েল রানা (২৭), মোঃ হেমায়েত হোসেন ওরফে বিডিআর হেমায়ত ওরফে জসিম উদ্দিন (৫১), শেখ নাফিজ ওরফে শহর আলী (৩৫), মোঃ ফরিদুল ইসলাম ফরিদ (২৯), মোঃ মোরশেদুল ইসলাম খান (৩৯), মোহাম্মদ আলী (৩২), আইয়ূব খান (২৫) এবং স্বপন সরকার (৩৬)।

এই ‘চক্রের’ সদস্যরা দীর্ঘদিন ধরে ডিবি সদস্যের মিথ্যা পরিচয় দিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে সাধারণ মানুষের অর্থ ও মালামাল লুট করে আসছিলো বলে র‌্যাবের‌ ভাষ্য।

“এছাড়া তারা ডিবি সদস্য পরিচয়ে কৌশলে বিভিন্ন বাসা-বাড়িতে ঢুকে ডাকাতিও করে থাকে।”