রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত

রাজধানীতে আলাদা আলাদা ঘটনায় ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 02:35 PM
Updated : 29 May 2017, 02:48 PM

নিহতদের খিলক্ষেতে এক নির্মাণ শ্রমিক, গেন্ডারিয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী এবং মগবাজারে অজ্ঞাত এক যুবক রয়েছেন।

ঢাকা রেলওয়ে থানার ওসি মো. ইয়াছিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে খিলক্ষেতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক ঘটনাস্থলেই মারা যান।

নিহত জামাল হোসেন (২৫) নির্মাণ শ্রমিক ছিলেন। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।

স্ত্রী ও সন্তান নিয়ে খিলক্ষেত এলাকায় থাকতেন তিনি।

অন্য ঘটনায় দুপুরে মগবাজারে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ইয়াছিন।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এছাড়া রোববার গভীর রাতে গেন্ডারিয়ায় ট্রেনের ধাক্কায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত সমেদ আলী (৫০) মুরগি কেনাবেচা করতেন। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি মো. ইয়াছিন।