ব্লগার উৎপল বাঁচলেন না

শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বিস্ফোরণে দগ্ধ হয়ে ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন ব্লগার উৎপল চক্রবর্তী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 01:36 PM
Updated : 20 May 2017, 01:36 PM

শনিবার সন্ধ্যায় রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পেশায় প্রকৌশলী উৎপল (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্লগে নিয়মিত লিখতেন।

গত ৩০ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডে ইস্টার্ন মল্লিকার পেছনে একটি বহুতল ভবনের নিচতলায় নিজের অফিসে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কমপ্রেসার বিস্ফোরণে আহত হন উৎপল।

ওই ভবনে সপরিবারে থাকতেন উৎপল; নিচতলায় যে স্থানে বিস্ফোরণ ঘটে, তার পাশেই তার অফিস ছিল।

উৎপলের বন্ধু বিপ্লব কুমার হাজরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (শুক্রবার) পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু আজ (শনিবার) অবস্থার অবনতি হলে বিকাল ৪টার দিকে লাইফ সাপোর্টে চলে যান।

“গতকাল রাতেও সে নিজের হাতে ভাত খেয়েছে। হঠাৎ করে কী হল, বুঝতে পারছি না। চিকিৎসকরা বলছেন, হঠাৎ করে নাকি তার শরীরের অবস্থা খারাপ হতে থাকে।”

অগ্নিদগ্ধ হওয়ার পর উৎপলকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরে ধানমণ্ডির সিটি হাসপাতালে নেওয়া হয়।

উৎপল স্ত্রী এবং দুই মেয়ে চন্দ্রকথা ও রূপকথাকে রেখে গেছেন।

ওই বিস্ফোরণে আহতদের মধ্যে এ নিয়ে তিন জন মারা গেলেন।