স্কুলের সামনে যৌন হয়রানি, ৭ বছরের সাজা

মেয়েদের স্কুল ছুটির সময় ভিড়ের মধ্যে যৌন হয়রানির দায়ে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 10:49 AM
Updated : 24 April 2017, 03:52 PM

ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা রহমান সোমবার এই রায় দেন।

আসামি মো. সেলিমকে (৬০) সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায় আরও এক বছরের সাজার আদেশ দেন বিচারক।  

মামলার নথির বরাত দিয়ে এ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আসগর স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি সেলিম মানিকনগর মডেল হাই স্কুল ছুটির সময় ভিড়ের ভেতরে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন।

ওই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষিকা বিষয়টি জানতে পেরে একদিন ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে থানায় খবর দেন।

২০১৩ সালের ১০ সেপ্টেম্বর মুগদা থানায় সেলিমের বিরুদ্ধে মামলা হওয়ার পর ওই বছর ২১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

প্রায় সাড়ে তিন বছর ধরে চলা এই মামলার বিচারকালে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ রাষ্ট্রপক্ষে সাতজনের জবানবন্দি শুনে আদালত রায় ঘোষণা করেছে বলে জানান স্বপন।

বাংলাদেশের প্রচলিত আইনে যৌন নির্যাতনের মামলার সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড।