কালবৈশাখীর শঙ্কায় ২ নম্বর সতর্কতা নদী বন্দরে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে বুধবার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 03:17 PM
Updated : 19 April 2017, 03:17 PM

ঢাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বয়ে গেছে ৫৬ থেকে ৫৯ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, কালবৈশাখীর শঙ্কায় নদী বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন কালবৈশাখীর সময়। স্বল্প সময়ের ব্যবধানে ঝড়ো হাওয়ার পরিবেশ তৈরি হয় বলে রাজধানীতে এর পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। তবে নদীবন্দরে ২ নম্বর সতর্কতা দিয়েছি আমরা আগেই।”

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত নদী বন্দর এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল ও পটুয়াখালীতে নদী উত্তাল থাকায় বন্দর এলাকায় ২ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এসময় ৬০ থেকে ৮০ মিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, শনিবার পর্যন্ত ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস রয়েছে। এসময় বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে।

বুধবার তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৯৭ মিলিমিটার। এসময় ময়মনসিংহ, মাদারীপুর, গোপালগঞ্জ, নেত্রকোণা, ফেনী, সিলেট, শ্রীমঙ্গল, সৈয়দপুর, যশোর, বরিশাল ও পটুয়াখালীতেও বৃষ্টি হয়েছে।