এমপিওভুক্তিসহ আট দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স-মাস্টার্স শ্রেণিতে পাঠদানরত শিক্ষকদের এমপিওভুক্তিসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ‍শিক্ষক পরিষদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 01:54 PM
Updated : 24 Feb 2017, 01:54 PM

শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি শেষে এসব দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান

বেসরকারি ‍শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ ও অনার্স-মাস্টার্স শ্রেণিতে পাঠদানরত শিক্ষকদের এমপিওভুক্তিসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “এমপিও না থাকায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের বেতন ভাতা থেকে দীর্ঘ ২৫ বছর ধরে বঞ্চিত করে আসছে। শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যৎ ও মানবেতর জীবন-যাপন উচ্চ শিক্ষার মান উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে।”

এ সময় সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ এবং প্রতি অর্থবছরে ১০০ কলেজ করে অর্থ ছাড় না দিয়ে একই সাথে সকল জাতীয়করণ করা কলেজ শিক্ষকদের অর্থ ছাড় করার দাবি জানান অন্যান্য শিক্ষকরা।

কাজী মো. ফারুকের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে অন্যদের মধ্যে সহ-সভাপতি শাজাহান মোল্লা, আতাউর রহমান, আনিসুর রহমান বক্তব্য দেন।