পানি পানের পর বেরোল ১৫ সোনার বার

মালয়েশিয়া ফেরত একজনের কাছ থেকে দেড় কেজি ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 04:38 PM
Updated : 21 Jan 2017, 04:38 PM

নড়াইলের জোবায়ের আখতারকে পানি পান করানোর পর এসব সোনার বার বেরিয়ে আসে বলে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের প্রধান ও সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোবায়ের মালয়েশিয়ার কুয়ালা লামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার সকালে ঢাকায় আসেন।

“জোবায়েরকে গ্রিন চ্যানেল এলাকায় আটকে চ্যালেঞ্জ করা হয়। তখন তিনি সঙ্গে সোনা রাখার বিষয়টি অস্বীকার করেন। পরে এক্স-রে করালে তার পেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পানি খাওয়ানোর পর তার পেটে থেকে ১৫টি সোনার বার বেরিয়ে আসে।”

দেড় কেজি ওজনের এই সোনার দাম আনুমানিক ৭৫ লাখ টাকা বলেও জানান তিনি।