গণঅভ্যর্থনায় আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রধানমন্ত্রীর ‘গণঅভ্যর্থনা’য় অস্ত্রসহ আটক যুবলীগ নেতাকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 05:25 AM
Updated : 1 Oct 2016, 05:25 AM

তবে তার কাছে পাওয়া লাইসেন্স করা পিস্তলটি এখনই ফেরত দেওয়া হচ্ছে না বলে বিমানবন্দর থানার ওসি নূর ই আজম জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকালে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কে দাঁড়িয়ে তাকে গণঅভ‌্যর্থনা দেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

ওই কর্মসূচির মধ‌্যে বিকাল সোয়া ৫টার দিকে বিমানবন্দর সড়কের বলাকা ভবনের কাছ থেকে ঢাকা মহানগর উত্তরের যুবলীগ নেতা সেলিম খানকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে পুলিশ।

ওসি নূর ই আজম বলেন, “তার আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স করা ছিল। এজন্য মুচলেকা রেখে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অস্ত্রটি জব্দ করা হয়েছে।”

প্রধানমন্ত্রীর জন‌্য অনুষ্ঠানে যুবলীগ নেতা কেন অস্ত্র নিয়ে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

“কোন উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র বহন করছিল, তা তদন্ত করে স্পষ্ট উত্তর পাওয়া গেলেই অস্ত্রটি ফেরত দেওয়া হবে।”

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি।