লালবাগে আ. লীগের সংঘর্ষে রিকশাচালক গুলিবিদ্ধ

রাজধানীর লালবাগের পোস্তায় আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন একজন রিকশাচালক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 11:31 AM
Updated : 29 June 2016, 02:50 PM

বুধবার বিকালে দেলোয়ার হোসেন মিয়া নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সমর্থকদের সঙ্গে দলটির আরেক নেতা ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেনের অনুসারীদের সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

ওই সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় আবদুর রহমান (২০) নামে রিকশাচালককে বিকাল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দল যুবক গোলাগুলি করছিল। তখন ওই এলাকায় যাত্রী নামিয়ে দেওয়ার সময় বাম উরুতে গুলিবিদ্ধ হন রহমান।

কারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল- জানতে চাইলে চকবাজার থানার ওসি শামীমুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি দলের দুটি পক্ষ গোলাগুলি করেছে।”

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরকার বলেন, “দেলোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতার লোকজনের সঙ্গে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেনের লোকজনের সংঘর্ষ হয়।”

ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

ঘটনাস্থল কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা খোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,মঙ্গলবার সন্ধ্যা থেকে এই এলাকায় দুই পক্ষের মহড়া চলছিল।

“আজ দুপুরের পর পোস্তার লালবাগ শাহী মসজিদ এলাকায় দুই পক্ষের মারামারি বাধে। এসময় দোকানপাট সব বন্ধ হয়ে যায়। মানুষ ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।”

ডিএমপির চকবাজার অঞ্চলের সহকারী কমিশনার কানিজ ফাতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষ একে অন্যকে মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ করে আসছিল। মূলত এই নিয়ে রেষারেষিতে সংঘর্ষ বাধে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।