ছিনতাইকারীর কবলে পড়ে আহত বিবিসি বাংলার উপস্থাপক

রাজধানীর ধানমণ্ডিতে ছিনতাইকরীদের কবলে পড়ে আহত হয়েছেন বিবিসি বাংলার ‘প্রবাহ’ অনুষ্ঠানের উপস্থাপক শারমিন রমা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 12:39 PM
Updated : 23 June 2016, 12:51 PM

বুধবার সন্ধ্যার এ ঘটনায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন ধানমণ্ডি থানার ওসি নূরে আজম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাল ৩টার পর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বের করার চেষ্টা চলছে।

তার এক সহকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শারমিন রমা মেয়েকে নিয়ে রিকশায় করে লালমাটিয়া থেকে ধানমণ্ডির বাসায় যাচ্ছিলেন। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের কাছে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা তার হাত ব্যাগ ধরে টান দেয়।

“ব্যাগের বেল্ট হাতে পেঁচানো থাকায় তিনি রিকশা থেকে ছিটকে পড়েন। এরপর ছিনতাইকারীরা তাকে ছেঁচড়ে বহুদূর নিয়ে যায় এবং এক পর্যায়ে ব্যাগটি নিতে না পেরে ছেড়ে দিয়ে চলে যায়।

“ছেঁচড়ে নিয়ে যওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন রমা। তার শরীরের বিভিন্ন অংশ ছিলে গেছে।”

এ ঘটনায় শারমিন রমার শিশু কন্যার কিছু হয়নি বলেও জানান তিনি।