কমলাপুরে ২৫ জুন টিকিট বিক্রি হবে না

নতুন ট্রেন ‘সোনার বাংলা’ উদ্বোধনের কারণে রাজধানীর কমলাপুর স্টেশনে ২৫ জুন ঈদের ট্রেনটিকিট বিক্রি বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 05:43 AM
Updated : 23 June 2016, 07:23 AM

তা পরদিন বিক্রি হবে বলে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

শনিবার কমলাপুর স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন সোনার বাংলা এক্সরেপ্রস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি বুধবার শুরু হয়েছে। ২৫ জুন স্টেশনের কাউন্টারগুলো থেকে ৪ জুলাইয়ের টিকেট বিক্রির কথা ছিল।

রেলওয়ে মহাপরিচালক বলেন, “শনিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সোনার বাংলা ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“এ কারণে ওইদিন টিকেট বিক্রি বন্ধ থাকবে। টিকেট বিক্রি একদিন করে পিছিয়ে যাবে।”

অর্থাৎ ২৬ জুন পাওয়া যাবে ৪ জুলাইয়ের টিকেট, পরদিন ২৭ জুন মিলবে ৫ জুলাইয়ের ট্রেনটিকেট।

আগের ঘোষণা অনুযায়ী, ঈদের আগে ২৬ জুন পর্যন্ত আগাম টিকেট বিক্রির কথা ছিল। এখন তা একদিন পিছিয়ে গেল।

এবার ঈদের বেশ আগে টিকেট বিক্রি শুরু করায় ভোগান্তি হবে না বলে আশা করছেন রেল কর্মকর্তারা।