ইতালিতে রাষ্ট্রদূত হচ্ছেন সোবহান সিকদার

প্রধানমন্ত্রী সাবেক মুখ্য সচিব আবদুস সোবহান সিকদারকে ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 10:14 AM
Updated : 30 May 2016, 10:16 AM

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। 

২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সোবহান সিকদার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ছিলেন।

মুখ্য সচিব হিসেবে একবছর দায়িত্ব পালনের পর অবসরে যান তিনি।

আবদুস সোবহান সিকদার এর আগে নৌ ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্বও পালন করেছেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ (আইএমইডি) এবং নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বেও ছিলেন তিনি।

১৯৮১ বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা আবদুস সোবহান সিকদার ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স, মাস্টার্সের পর যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে ডিপ্লোমা করেন তিনি।