ঢাকা মেডিকেলে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2016, 08:04 AM
Updated : 6 May 2016, 08:04 AM

৭৫ বছর বয়সী লুৎফর রহমান মোড়ল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেলসুপার মো. জাহাঙ্গীর কবির জানান।

মানবতাবিরোধী অপরাধে গত বছর সেপ্টেম্বরে যশোরের কেশবপুরের পরচক্রা গ্রাম থেকে লুৎফরকে গ্রেপ্তার করা হয়।

শারীরিক অসুস্থতার কারণে গত ৪ এপ্রিল তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় বলে জেলসুপার জাহাঙ্গীর জানান।

গত বছর ৮ সেপ্টেম্বর লুৎফর মোড়লসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে অপহরণ, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়।