‘রাষ্ট্রপতি পদক’ দেবে পিএসসি

মেধাবী সরকারি কর্মকর্তাদের ‘রাষ্ট্রপতি পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 12:24 PM
Updated : 8 Feb 2016, 12:24 PM

আগামী ৮ এপ্রিল প্রথম ‘পিএসসি দিবস’ পালনের মাধ্যমে এই পদক দেওয়া হবে বলে সোমবার পিএসসি চেয়ারম্যান ইকরাম আহমেদ বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জানিয়ে এসেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় পিএসসি চেয়ারম্যান এ কথা জানিয়েছেন।

“পিএসসি চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বলেন, প্রতিবছর ৮ এপ্রিল পিএসসি দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রতি সেবার স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ মেধাবী কর্মকর্তাদের ‘রাষ্ট্রপতি পদক’ দেওয়া হবে বলেও রাষ্ট্রপতিকে জানান পিএসসি চেয়ারম্যান।”

১৯৭২ সালের ৮ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিএসসি প্রতিষ্ঠা করেন।

সাক্ষাতে ইকরাম আহমেদ রাষ্ট্রপতিকে পিএসসির সার্বিক কার্যক্রম সম্পর্কে জানান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি কর্মচারীদের দক্ষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মেধাবীরা যাতে সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করতে আগ্রহী হয় এবং সুযোগ পায় সেজন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ পিএসসিকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি পিএসসিকে সাংবিধানিক সংস্থা হিসেবে নিজেদের মর্যাদা রক্ষার আহ্বান জানান।